ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন বিএনপি’র” উদ্যোগে নবগ্রাম বাজারের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং ব্যবসায়ীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপি’র সম্মানিত সদস্য সচিব এ্যাডঃ শাহাদাৎ হোসেন।
শনিবার ১১অক্টোবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম চলে।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস এম এজাজ হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বে এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাপস তালুকদার, সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা সহ ঝালকাঠি জেলা,সদর উপজেলা,নবগ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
তৃণমুল পর্যায়ে জনসাধারণের দোরগোড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গণসংযোগ কালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে আধুনিক বাংলাদেশ বিনির্মানে এটি একটি কার্যকর এবং জনগণের মুক্তি ও অগ্রগতির জাতীয় সনদ হিসাবে আক্ষায়িত করেন ।
এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বিভিন্ন দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনের যাত্রী সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলেন তিনি ৩১ দফায় মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক ও স্বনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মানে নির্ভর যোগ্য একটি দলিল সেটা তুলে ধরে বিএনপির পক্ষে থাকার এবং ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।