কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এ সমসাবেশ অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা বিএনপি এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ জামায়েতই ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “চরমোনাই পীরের ২ ভাই ফাইজুল করিম ও রেজাউল করিম দীর্ঘ ১৭ বছর বলে আসছেন শেখ পরিবার ইরাক থেকে এ দেশে এসেছেন ইসলাম প্রচার করতে। আরেক ভাই বলেছেন, শেখ হাসিনা নামাজ পড়তে পড়তে কপালে তিলক পরেছে। অথচ তারা দেখে নায় যে, শেখ পরিবারের অধিকাংশ সদস্য খ্রিষ্টান বিবাহ করেছে, শেখ হাসিনা মন্দ্রিরে গিয়ে কপালে সিদুর পরেছে এ কাজ গুলো এ ভন্ডরা ১৭ বছরে দেখেননি”।
তিনি জামাতকে উদ্দেশ্যে করে বলেন “জামায়েত ইসলামী ৭১ সালে হানাদার বাহিনীকে বাড়ি বাড়ি নিয়ে ৩ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, এদেরকে ঐসকল কর্মকান্ডের জন্য জাতীর কাছে ক্ষমা চাইতে হবে, তার পরে তাদের রাজনীতি করতে হবে”। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আজাদুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীনসহ সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধির।