Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

নাইম উদ্দিন আকন, পিরোজপুর 
অক্টোবর ১২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নাইম উদ্দিন আকন, পিরোজপুর 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে “জুলাই সনদ” বাস্তবায়নের আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুরের সিও অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে পিরোজপুর জেলা জামায়াতের আমির ও মজলিসে শূরা সদস্য আলহাজ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবিসমূহ তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে:

১. আগামী নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি ও সে বিষয়ে গণভোটের আয়োজন,
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু,
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সমান সুযোগ ও “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করা,
৪. বর্তমান সরকারের alleged জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা,
৫. স্বৈরাচারবিরোধী আন্দোলনের দাবি হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, “উক্ত দাবিগুলো বাস্তবায়িত হলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। এতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং দেশ একটি গণতান্ত্রিক পথে অগ্রসর হবে।”

স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আমির আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. আব্দুল্লাহিল মাহমুদ, পৌর আমির মাওলানা ইছাহাক আলী, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা ছাত্রশিবির সভাপতি ইমরান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।