গিয়াস উদ্দিন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” ঘরে ঘরে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশহিসেবে রবিবার (১২ অক্টোবর) দিনভর বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীতে জনসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা।
দলীয় নেতাকর্মীদের নিয়ে রবিবার সকালে আগৈলঝাড়া সদর, রাজিহার ও বাশাইল এলাকায় ৩১ দফার লিফলেট বিতরন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। বিকেল চারটায় ভালুকশী বাজার, গৌরনদীর ডুমুরিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
উভয় এলাকায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ৩১ দফার সুফল সম্পর্কে পথসভা করে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি (সোবহান) বলেন-তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে। এতে করে আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ।
ইঞ্জিনিয়ার সোবহান বলেন, বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং জনগণের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত এই সংগ্রাম চলবে।
উভয় এলাকায় লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।
এসময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, বিএনপি নেতা লুৎফর রহমান, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হিরাসহ আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থনে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট নির্বাচনী এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন।