আগৈলঝাড়া( বরিশাল )প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ডিপি জনতা ক্রেডিট ইউনিয়নের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের পতিহার ডিপি জনতা ক্রেডিট ইউনিয়ন কার্যলয় চত্বরে প্রতিষ্ঠানের সভাপতি হরি হর নন্দীর সভাপতিত্বে সমবায় নিয়ম-নীতির উপর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের পরিদর্শক বিনাপানি হালদার, উপজেলা সমবায় কার্যালয়ের প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, মোঃ জাকির হোসেন, সৃজন হোসেন, ডিপি জনতা ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক ভরত চন্দ বাড়ৈ, কোষাধ্যক্ষ মি: ইস্তেফান গোমেজ, ম্যানেজার বাসনা রানী তপাদার, সদস্য শিলা রায়, সুমন্ত রায়, মিতা দাস প্রমূখ।
উপজেলার ৫ টি ইউনিয়নের সকল সমবায় প্রতিষ্ঠানের মধ্যে ডিপি জনতা ক্রেডিট ইউনিয়ন সফলতার শীর্ষে রয়েছে বলে উপজেলা সমবায় কার্যালয় সূত্র জানায়। বার্ষিক সাধারণ সভায় ডিপি জনতা ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ কয়েক শত সাধারন সদস্য ও উপজেলার বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।