Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। আজ কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের উপর হামলার প্রতিবাদে বিচারের দাবিতে উপজেলা বিএনপি এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা গোলাম আজম সৈকত।

তিনি অভিযোগ করেন, ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনে আমি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। আমার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল ও তার দলবল রাজাপুর উপজেলার সোনালি মোড় নামক স্থানে আমার উপরে হামলা চালায়। এ হামলায় আমার ১০ জন নেতাকর্মী আহত হয়। তারা অনেকেই এখন ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা হামলার তীব্র প্রতিবাদ,নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিছলু সিকদার, মাস্টার মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ খাইরুল আমিন খোকন, উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীন, সাবেক যুবদল নেতা মোঃ সুমন হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।