গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বরিশালে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
এতে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ সহ অন্যান্য কর্মকর্তারা।