দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকি উপজেলার ইলেকট্রিশিয়ানদের সাথে পণ্যের গুণগত মান, বাজার চাহিদা এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েনার ট্রেডিং কোম্পানি এই সভার আয়োজন করে।
সোমবার বিকেলে ৩ টায় লেবুখালীর পায়রা পয়েন্টে দি বিরতি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার ইলেকট্রিশিয়ানরা অংশ নেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।
মাতুব্বার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আবদুল জলিল মাতুব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েনার ট্রেডিং কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অডিট অফিসার মোঃ সালাউদ্দিন, ডিপার্টমেন্টাল ম্যানেজার (ডিএম) মোঃ মোহাব্বত আলী এবং রাকিব হোসেন। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ইলেকট্রিশিয়ানদের সাথে সরাসরি কথা বলেন এবং পণ্যের মান, নতুন প্রযুক্তি ও গ্রাহক সন্তুষ্টি নিয়ে তাদের মূল্যবান পরামর্শ শোনেন। মতবিনিময় সভায় বক্তারা বাজারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের পেশাগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।