Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলের ১৫ দিনের জেল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় মা ইলিশ শিকার করার অপরাধে ৭ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) রাতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানটি পদ্মা নদীর বিভিন্ন এলাকায় রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত চলে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ এই অভিযানে অনেক জেলে জাল ফেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।”

 

তিনি আরও জানান, “ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।