Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

‘Be a Hand Washing Hero’ অর্থাৎ ‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। বুধবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুজর মোঃ ইজাজুল হক। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের হাতই অধিকাংশ সময় রোগজীবাণুর প্রধান বাহক হয়ে ওঠে। তাই সুস্থ থাকতে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অপরিহার্য। আমরা চাই আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠুক এবং হাত ধোয়ার নায়ক হয়ে জাতিকে নেতৃত্ব দিক।”

দুমকি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোছাঃ নিপা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন: মোঃখলিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি, মোঃসাইফুল আলম মৃধা, সাধারণ সম্পাদক মাওঃ মোঃজালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির,

শহীদুল ইসলাম, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করে দেখানো হয়, যা উপস্থিত সবাইকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে। শেষে অংশগ্রহণকারী সকলের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।