পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়া আউরা পুল এলাকায় শ্বশুর শান্তি দাসের কোদালের আঘাতে জামাই অভিনাশ চন্দ্র দাস (২৮) নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ঘটে এই ঘটনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে অভিনাশ তার শ্বশুরবাড়িতে নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রেখেছিলেন। সোমবার বিকেল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে ওই সম্পদ ফেরত চাইতে গেলে শ্বশুর ও শ্যালকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হাওলাদার বলেন, শান্তি দাসের সঙ্গে জামাইর মাঝে প্রায়ই টাকার বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। ঘটনার পরপরই নিহতের শ্বশুর ও শ্যালক পালিয়ে গেছেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।