উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুরে এক মাদক কারবারীর বাড়ি থেকে গুলি ভর্তি একটি রিভলবার পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ শোলক গ্রামে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানে সেনাবাহিনী ও উজিরপুর মডেল থানার পুলিশ যৌথভাবে অংশ নেয়। স্থানীয় মাদক ব্যবসায়ী মোকসেদ আলী হাওলাদারের পুত্র রফিক হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের ট্রাংকের ভেতর থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার পিস্তল উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় রফিক কৌশলে পালিয়ে যান। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ঢাকার বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেন উজিরপুর থানার ওসি আব্দুস সালাম।
এ ঘটনায় উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রফিকের বিরুদ্ধে এর আগেও মাদকের একাধিক মামলা রয়েছে। পলাতক থাকলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, রফিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।