বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেদিয়া গ্রামে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন শেফালী বেগম (৬০)। তিনি মৃত আব্দুল কাদের হাওলাদারের স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে যেকোনো সময় নিজ বসতঘরের পাশে থাকা একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শেফালী বেগম।
স্থানীয়রা জানান, শেফালী বেগমের ছোট মেয়ে উর্মি আক্তার (১৬) গৌরনদী থানাধীন এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। বিষয়টি মা শেফালী বেগম মেনে নেননি। গেল ২২ অক্টোবর বিকেলে উর্মি কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েই মা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।