Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী সদর হাসপাতাল পুনর্নির্মাণে জাইকার প্রতিনিধিদলের পরিদর্শন

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি

 

নরসিংদী সদর হাসপাতাল পুনর্নির্মাণ করার লক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করেছেন।

 

জাইকা’র ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট (স্থপতি) ইয়োশিয়া নাকানিশি (Yoshiya NAKANISHI)-এর নেতৃত্বে ২ জন প্রতিনিধি এই পরিদর্শনে অংশ নেন।

 

হাসপাতালটির অবকাঠামো এবং সার্বিক অবস্থা ঘুরে দেখেন জাইকা প্রতিনিধিরা। এ সময় তারা হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধা, অবকাঠামোর মান এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নরসিংদী সদর হাসপাতালকে আধুনিক ও উন্নত করে গড়ে তোলার লক্ষ্যে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

পরিদর্শনকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুৃমন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির, মেডিকেল অফিসার, সহকারী প্রকৌশলী (এইচইডি), উপ-সহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা হাসপাতালটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

 

জাইকা’র এই পরিদর্শন নরসিংদী সদর হাসপাতালের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা দূর করে একটি আধুনিক, মানসম্মত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।