Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী হাসপাতালে সিন্ডিকেটের রাজত্ব, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ায় সংবাদ সম্মেলন

দুমকি ​পটুয়াখালী প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

দুমকি ​পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে দুর্নীতি ও অব্যবস্থাপনার চরম শিকার হিসেবে আখ্যায়িত করে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’।

একই সঙ্গে শহরের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রকোপ, বিশুদ্ধ পানির সংকট ও নগর অবকাঠামো সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি। ​সোমবার (২৭ অক্টোবর) মল্লিকা রেস্তোরাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান এই ঘোষণা দেন।

​ফাউন্ডেশন অভিযোগ করে, ২০ লক্ষাধিক মানুষের ভরসাস্থল এই হাসপাতাল এখন ‘অদৃশ্য সিন্ডিকেটের’ কবলে জিম্মি। চিকিৎসকদের অনুপস্থিতি, অ্যাম্বুলেন্স-টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য, টেস্ট বাণিজ্য, সরকারি অর্থ লুটপাট এবং হাসপাতালের ভয়াবহ অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

চেয়ারম্যান বলেন, পরিচালক ও অধ্যক্ষ দায়িত্বে থাকলেও “প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে একজন প্রভাবশালী ডাক্তারের নেতৃত্বে শক্তিশালী সিন্ডিকেটের হাতে,” যারা হাসপাতালে “রামরাজত্ব কায়েম করেছেন।”

এই সিন্ডিকেট ভাঙা ও সেবার মানোন্নয়নে ১৫ নভেম্বরের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে ১৮ নভেম্বর রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অফিসের সামনে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হবে।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, খাল দখল ও অচল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যাচ্ছে। এই স্থবির পানি ডেঙ্গুর লার্ভার জন্ম দিচ্ছে। চলতি বছরে জেলায় পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ডেঙ্গুতে সদ্য এসএসসি উত্তীর্ণ ছাত্র মোহাম্মদ ফয়জুল করিম হিমেল এবং সাংবাদিক সঞ্জয় কুমার লিটু দাসের স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্রুত খাল উদ্ধার, পুনঃখনন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

​সংগঠনটি পৌরসভায় নোংরা পানি সরবরাহের কারণে অবিলম্বে পাইপলাইন সংস্কার; ঝাউতলায় আধুনিক মসজিদ নির্মাণ; বেহাল বাসস্ট্যান্ডসহ শহরের প্রধান সড়ক ও স্লুইসগেট-কালভার্ট সংস্কার; চৌরাস্তা থেকে পায়রাকুঞজু সড়ক ফোর লেনে উন্নীত করা এবং মতুয়া সম্প্রদায়ের জন্য মন্দির নির্মাণের দাবি জানিয়েছে।
​মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান হুঁশিয়ারি দেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি না হলে জনস্বার্থে সামগ্রিকভাবে কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে ফাউন্ডেশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।