Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুর প্রেসক্লাবের নতুন কমিটি নিয়ে উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হোসেনপুর উপজেলা বিএনপি। দলটির দাবি, এই কমিটি মূলধারার সাংবাদিকদের অবজ্ঞা করে এবং অবৈধভাবে প্রেসক্লাব দখলের উদ্দেশ্যে গঠন করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কিছু সুবিধাবাদী ও অসাধু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে হোসেনপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেছে। এদের অধিকাংশই কখনো প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রেসক্লাবের সিনিয়র ও মূলধারার সাংবাদিকদের সম্মতি ছাড়াই তাদের নাম ব্যবহার করে কমিটি গঠন করা হয়েছে, যা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ, মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

উপজেলা বিএনপি বিবৃতিতে অবিলম্বে অনৈতিক ও একতরফা এ কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে প্রকৃত সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।