Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীদের আশ্বস্ত করলেন পটুয়াখালী-৩ আসনের বিএনপি নেতা হাসান মামুন, আশংকামুক্ত ও ধৈর্যধারণের আহ্বান

Link Copied!

সাকিব হাসান, গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি এখনো এ আসনে প্রার্থী ঘোষণা করেনি। জানা গেছে, যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয়ের কারণে এ আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দলটি।

এদিকে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ধৈর্যধারণ ও আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন—
“আসসালামু আলাইকুম— প্রিয় গলাচিপা-দশমিনা বাসী, আপনারা ধৈর্যধারণ ও আশংকামুক্ত থাকুন। যেকোন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে অন্যান্য দলের সঙ্গে জোট গঠন হলে কিছু আসন ছাড় দেওয়ার সম্ভাবনা থাকায় অবশিষ্ট আসনগুলো আপাতত ঘোষণা করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।