গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়ন প্রত্যাশায় এলাকায় গণসংযোগ, জনসভা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার পরিচালনা চালিয়েছিলেন।
তারা হলেন বিএনপি’র চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বে) আকন কুদ্দুসুর রহমান, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল।
সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩৭ টি আসনের সাথে বরিশাল-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলের চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের। দলীয় মনোনয়ন ঘোষণার পরপর অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা জহির উদ্দিন স্বপনকে মুঠোফোনে এবং ক্ষুদে বার্তার মাধ্যমে অভিন্দন জানান।
এ ছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষ মার্কার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও তাদের সমর্থকদের আহবান জানান।
একইভাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বরিশাল -১ মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম মুঠোফোনে জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানিয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল বলেন, দলের প্রতি ও দলের নেতা দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে স্বপন ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য তার প্রতি শুভকামনা রইল। ইনশাল্লাহ ধানের শীষ নিয়ে আমরা বিজয় মিছিল করব। আমি সকল নেতাকর্মীদের ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার জন্য আহবান জানাই।
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এক ভিডিও বার্তায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যক্ত করেন।

