Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে” সবুজ উদ্দ্যোক্তা”মেলা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি

‎‎দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা বাগেরহাটে “সবুজ উদ্যোক্তা মেলা” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সবুজ উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।

বাঁধন এর নির্বাহী পরিচালক ‎মন্জুরুল আহসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড.মনির হোসেন,বিসিক উপ পরিচালক মোঃ শরীফ হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি,বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক,  তরুণ উদ্যোক্তা ও বাঁধনের বিভিন্ন গ্রুপের ২০০ শতাধিক প্রতিনিধি এই মেলায় অংশগ্রহন করে।

‎মেলায় তরুণ উদ্যোক্তারা ১০টি ষ্টলে পরিবেশ সুরক্ষায় তাদের উদ্ভাবনী উদ্যোগ ও পণ্য প্রদর্শন করেন।

‎ আয়োজকদের প্রত্যাশা, এই মেলা তরুণ উদ্যোক্তাদের নতুন অনুপ্রেরণা যোগাবে, তাদের উদ্ভাবনকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে সহায়তা করবে এবং স্থানীয় পর্যায়ে একটি সবুজ অর্থনীতি গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।