Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জমি দখলের চেষ্টা: কবরস্থানে সাইনবোর্ড লাগানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামে জমি দখল করতে কবরস্থানে সাইনবোর্ড লাগিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়ার বিরুদ্ধে।

জমির মালিক রুস্তুম আলী হাওলাদারের পিতা মরহুম চেরাগ আলী হাওলাদার ও মাতা ফকরুনন্নেছা বেগমের কবরসহ তাদের ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের হাত থেকে রক্ষায় জেলা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন। অভিযোগ উঠেছে, প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হুমকির কারণে হাওলাদারের পুত্র কবির হাওলাদার পালিয়ে বেড়াচ্ছেন।

রুস্তুম আলী হাওলাদার বরিশালের বিজ্ঞ বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেছেন। মামলা নং-৫৫/২০২৫।

মামলার বিবরণ অনুযায়ী, রুস্তুম আলী হাওলাদার ২০২১ সালে ১৩৭ নং খতিয়ানে ১২ শতাংশ জমি ক্রয় করেন। এর পাশাপাশি পারিবারিক কবরস্থান ও ২২ শতাংশ জমি ভোগদখল করা আছে। অভিযোগ, বিএনপি নেতা জাকির হোসেন ডাকুয়ার নির্দেশে ২০-২৫ জনের একটি চক্র জমিতে রোপিত গাছপালা কেটে কবরস্থানে সাইনবোর্ড ঝুলিয়ে জমি দখলের চেষ্টা চালায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন ডাকুয়া বিষয়টি অস্বীকার করেন। চরাদি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আলমগীর বলেন, গাছ কাটা বন্ধ করে স্থানীয়ভাবে জিম্মা দেওয়া হয়েছে এবং উভয় পক্ষকে আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান বলেন, “যদি কেউ দলীয় পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।