Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পরকীয়ার জেরে যুবকের গোপনাঙ্গ কর্তন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৭, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চিতলমারীতে পরকীয়ার জেরে লিটন শেখ ওরফে লিটু (৩৭) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত লিটন বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মো. নজরুল শেখের ছেলে। এ ঘটনায় প্রতিবেশীরা লিটনের স্ত্রী হাসনা বেগমের বিরুদ্ধে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকেই গৃহবধূ হাসনা বেগম পলাতক রয়েছেন।

গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রতিবেশীদের দেওয়া তথ্যে জানা গেছে, লিটন পেশায় আইসক্রিম বিক্রেতা। তিনি বেশ কিছুদিন ধরে এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী হাসনা বেগম বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। এরপর দুই সন্তান ও ঘরের মালামাল নিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিটনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ওসি রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।