Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে”–জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে বিশাল জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

সভায় সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে।” প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, “ধানের শীষের বিজয় বরিশাল-১ আসন থেকেই শুরু হবে।” সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শহীদ ইলিয়াস, ইমরান, জামালসহ ৪ জুলাইয়ের চার শহীদ ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্রমেরামতের ৩১ দফা”-কে আগামী বাংলাদেশের নীলনকশা হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পরিকল্পনা।

তারা আরও বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার নয়—জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। আগামী নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

সভা শেষে নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।