Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে দাঁড়িপাল্লার পক্ষে মোটর শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর ও পৌরসভা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী আমীর ও নোয়াখালী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকারের নেতৃত্বে এই মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় নোয়াখালী পৌরসভা গেইট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে, এক রঙের গেঞ্জি পরিহিত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—নোয়াখালী সদর উপজেলা আমীর হাফেজ মহিউদ্দিন, শহর আমীর মাওলানা মো. ইউসুফ, সদর সেক্রেটারি ডা. মিরাজুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা মো. মায়াজ, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, নাজমুল ইসলাম শামিম ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট রাকিব আব্দুল্লাহ প্রমুখ।

শোভাযাত্রা শেষে ইসহাক খন্দকার বলেন, “জনগণের ভালোবাসায় আমরা আশাবাদী। আগামী নির্বাচনে নোয়াখালীর মানুষ ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।