Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ১যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  
নভেম্বর ৮, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় সোহানুর রহমান সোহাগ (২৮) নামের এক যুবকের মৃত্যু  হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে জোলারপাড় রোডের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সোহানুর রহমান সোহাগ গাজীপুর মহানগরের ২৩নং ওয়ার্ডের ভাওরাইদ এলাকার বাসিন্দা গফুর মোক্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে সোহাগ রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান হঠাৎ এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি আটক করে ডাম্পিংয়ের জন্য থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ–উত্তর) রবিউল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অনুরোধে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কে বেপরোয়া যান চলাচল রোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার পদক্ষেপ নেয়া হয়েছে।

নিহত সোহাগের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন অসহায় অবস্থায় পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।