Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বি.এম. ইব্রাহিম

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখা আওতাধীন বাবুগঞ্জ উপজেলা কমিটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খোকন (আকাশ) ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল রাখতে সিনিয়র সহ-সভাপতি বি. এম. ইব্রাহিম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলা কমিটির পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বি. এম. ইব্রাহিম হোসেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাজন মৃধা এবং ভারপ্রাপ্ত সভাপতি ইজাজুল ইসলাম শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মাধ্যমে বাবুগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।