কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (কাঠালিয়া–রাজাপুর) আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলের ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মো. আহাদ শিকদার। তিনি বলেন, “আমরা প্রতিটি নির্বাচনী এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে চাই। নির্বাচিত হই বা না হই—আমরা এলাকার উন্নয়ন ও সমস্যা নিরসনে কাজ করে যাব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. বদিউন নবী পলাশ, এনসিপি ঝালকাঠি জেলা যুগ্ম সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ, জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, এনসিপি কাঠালিয়া উপজেলা সমন্বয়ক মহিউদ্দিন কালু মিয়া, রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়ক মো. শাহরিয়ার শাকিল, এনসিপি কাঠালিয়া উপজেলা যুগ্ম সমন্বয়ক হারুন আর রশিদ সিকদারসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির জেলা–উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনটি কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খাইরুল আমিন, নির্বাহী সদস্য মো. মহসিন খান, মো. আহমাদুল্লাহ রবিউল, সদস্য মো. সারোয়ার সিকদার, মো. মাহফুজ গাজী, মো. ইলিয়াস হাওলাদার ও সাংবাদিক আবদুর রহিমসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

