Nabadhara
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে অবৈধভাবে নদী খননে মোবাইল কোর্ট পরিচালনা

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল‍্যা ব্রীজ সংলগ্ন বেতনা নদী খননের মাটি অবৈধ ভাবে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
কুল‍্যা ব্রিজের পাশে বেতনা নদীর খননকৃত মাটি স্তুপ আকারে রাখা হয়েছে। মাটি ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

এমন গোপন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনা স্থলে রওয়ানা হন। সেখানে পৌছানোর খবর জানতে পেরে দোষীরা পালিয়ে যায়। তবে স্থানীয়দের কাছে জানতে পারেন রাজু নামের এক ব্যক্তি মাটি নিয়ে যাচ্ছে। রাজুর সাথে মোবাইল ফোনে কথা হলে তার কাগজপত্র আছে বলে জানায়। মঙ্গলবার সকালে কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

তিনি আরো বলেন, উপজেলার মধ্যে নদী খননকৃত মাটিতে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা কালে এএসআই নাজির সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।