স্টাফ রিপোর্টার,চিতলমারী :
বাগেরহাটের চিতলমারীতে পুলিশের অভিযানে ২২ পিচ ইয়াবাসহ একব্যাক্তিকে আটক করা হয়েছে।আটককৃতের নাম মো: আকিজ মল্লিক ( ৪৮) সে উপজেলার আড়ুয়াবর্ণি পশ্চিম পাড়া গ্রামের মৃত: আবুল হোসেন মল্লিকের ছেলে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ পরিদর্শক ইকবাল হোসেন, এস আই আনিসুর রহমান ও সোহেল রানা চর-চিংগড়ী নুরইসলামের রড সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্থায় অভিযান চালানো হয়। এ সময় আকিজ মল্লিককে ২২ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে।এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।