দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে দুমকি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। দলের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ধোপাহাট বাজার এলাকায় ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে।
ইঞ্জিনিয়ার মাহাদী হাসানের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নেন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সায়েম বিশ্বাস, পটুয়াখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয়, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত মজুমদার এবং পাঙ্গাসিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিনা।
মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয় নেতা-কর্মীরা ধোপাহাট বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন এবং পরে দোকানপাট ও স্থানীয় মানুষের মাঝে গণসংযোগের মাধ্যমে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ জানান, বিএনপির ঘোষিত এই ৩১ দফা দেশের বর্তমান সংকট উত্তরণ, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সার্বিক কর্মপরিকল্পনা হিসেবে কাজ করবে।

