Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে দুই শতাধিক রোগীকে চারটি টেষ্ট সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী সান ফার্মার আয়োজনে উপজেলার এবি সিদ্দিক ডায়াগনিষ্টক সেন্টারে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সান ফার্মার আরএসএম হাবিবুর রহমান জানিয়েছেন, গ্রামের অনেক রোগী আছেন যারা টাকার অভাবে চিকিৎসা কিংবা টেষ্ট করাতে পারেন না। সেই সব দরিদ্র রোগীদের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের মাধ্যমে দেশব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে সান ফার্মা।

সেই ধারাবাহিকতায় গৌরনদীতেও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্টার ডা. মাহবুব আলম মির্জার সহযোগিতায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তিনি আরও বলেন, রোগীদের চারটি করে টেষ্ট দেওয়া হয়েছে। টেষ্টের যাবতীয় খরচ সান ফার্মা বহন করেছে। সান ফার্মার এধরন মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।