Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে- শামা ওবায়েদ 

ফরিদপুর প্রতিনিধি 
নভেম্বর ২২, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমাদের ম্যানুফেস্টিতে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ডের কথা। আর এইসব ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে পরিবারের মায়েদের নামে। আর সেই কার্ডের মাধ্যমে আপনারা সকল ধরনের সেবা পাবেন। আমরা সকল নারীকে সম্মান দিতে চাই। আগামী নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে তাহলে নারী সমাজের উন্নয়ন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।

 

নগরকান্দা উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নগরকান্দা শহিদ আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। ‌সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামচুর নাহার রেভা, পৌর মহিলা নেত্রী কানিজ শাহিদা সহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের কর্মীরা।

নারী সমাবেশে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।