বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রহমতপুর ইউনিয়ন শ্রমিকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ মনিরুজ্জামান সৌরভকে আহ্বায়ক এবং মো. রানা খানকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২২ নভেম্বর বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে নবগঠিত আহ্বায়ক কমিটি রহমতপুর ইউনিয়ন শ্রমিকদলের ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নবঘোষিত কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু বলেন, এই আহ্বায়ক কমিটি শ্রমিকদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করবে এবং নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করবে।

