Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া মণ্ডল বাড়ীতে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরগুলোর পুনর্নির্মাণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের নিকট ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢেউটিন হস্তান্তর করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাসেল ইকবাল। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকতসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইউএনও রাসেল ইকবাল বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সংকটে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ঘর পুনর্নির্মাণে সরকারি সব সহযোগিতা দেওয়া হবে।

পিআইও সাগর হোসেন সৈকত বলেন,ক্ষতিগ্রস্ত বাড়ির কাঠামো পুনর্গঠনে পর্যায়ক্রমে সহযোগিতা দেওয়া হচ্ছে। কেউ যেন আশ্রয়হীন না থাকে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।