স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩,০৫০ কৃষককে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি দপ্তর থেকে এ বীজ বিতরণ করা হয়। ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের চলতি বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩,০৫০ জন চাষিকে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড এসএল-৮এইচ জাতের ধান বীজ দেওয়া হয়েছে। এ মৌসুমে এ উপজেলায় ২৯,৯৪৩.৮১ একর জমিতে বোরো ধান আবাদ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহমেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

