শরীফ আল-আমীন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলা-বরিশাল সেতু নির্মানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর খাসের হাট বাজারের সর্বস্থরের জনগণ।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় উপজেলার খাসের হাট বাজার চৌরাস্তার মোড়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাধারণ জনগনের অংশগ্রহনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“দাবী মোদরে একটাই, ভোলা-বরিশাল সেতু চাই” এ স্লোগানকে সামনের রেখে মানববন্ধন শেষে ব্যানার, পোষ্টার ও প্লেকার্ড হাতে নিয়ে খাসের বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। বিছিল শেষে বক্তব্য রাখেন, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিন) বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান ঝান্টু, ভোলা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, চাঁচড়া মোহাম্মদিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাসান, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, বাজার ব্যবসায়ী মোঃ লিটন হাওলাদার, আবদুর রহমান প্রমুখ।

