Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নর্থ খুলনা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

উত্তর খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নর্থ খুলনা কলেজে বুধবার থেকে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর আবহে সাজানো ছিল, যেখানে শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বার্না। তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শিক্ষার্থীদের উদ্দীপনা বৃদ্ধির পাশাপাশি অনুষ্ঠানকে শুভ সূচনার বার্তা দেন। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকার প্রধানগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং অভিভাবকরা। তারা সরাসরি অংশগ্রহণ করে প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগ করেন। কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জি.এম শাহীনুর রহমান ও রবিউল ইসলাম রাজু।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, মানসিক দৃঢ়তা ও সৃজনশীলতা বৃদ্ধি করে। দ্বিতীয় দিনে আরও বৈচিত্র্যময় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিভার আরও ঝলক দেখাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।