অশোক মুখার্জি কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে রবিউল মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির ইটবাড়িয়া সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল লালুয়া ইউপির গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার ধানখালী এরিয়ার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

