Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পৌরসভার গাড়িতে আগুন ও হামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ভোলা
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় পৌরসভার তিনটি গাড়িতে আগুন দেওয়া ও কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পৌর কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাবের সামনে পৌরসভা কর্মচারী সংসদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

বক্তারা জানান, গত ২৫ অক্টোবর শহরের নতুন বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে পৌরসভার তিনটি ময়লার গাড়িতে আগুন লাগানো হয় এবং পৌর কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনায় ২৭ অক্টোবর ভোলা মডেল থানায় ২৪ জনকে আসামি করে মামলা করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. জাফর ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।