উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বিশিষ্ট সমাজসেবক ও উজিরপুর পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা, পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন ও পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবুর বড় ভাই এবং সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন বাবুর পিতা মো. আলাউদ্দিন আকনের জানাজায় হাজারো মানুষের ঢল নেমে আসে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ শেষে উজিরপুর হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকাবাসী, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এএফএম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, পৌর জামায়াতে ইসলামীর আমীর আল-আমীন সরদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তি।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মো. আলাউদ্দিন আকন। গত ২৭ নভেম্বর রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ পুরো উজিরপুরে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

