উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশাল -২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতিকের প্রার্থী মাওলানা মো: নেসার উদ্দিন সোমবার (০১.১২.২৫) সকাল ১১ টায় উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্য্যালয়ে এক মতবিনেময় সভায় বলেন ৫ আগষ্টের পর একটি দল লুটপাট করেছে তারা দেশের উন্নায়ন চায় না নিজেদের উন্নায়ন চায় ।
ইসলামী আন্দোলন দেশের উন্নায়ন চায় মানুষের শান্তি চায়। তিনি আরও বলেন, বিগত ৩০ বছর ধরে
বরিশাল-২ মানুষ উন্নায়ন বঞ্চিত রয়েছে।
আগামীতে এমন একজন মানুষকে নির্বাচিত করা উচিৎ যার চিন্তাধারা হবে অবহেলতি জনপদের উন্নায়ন।
মতবিনেময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ, উপজেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ডিএম আল-আমিন, উপজেলা শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সজল মোল্লাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সিনিয়র সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ নুরল ইসলাম আসাদ,প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার,সৈয়দ জাহিদ আলম, আহাদ সুমন,বাহারুল ইসলাম,মোঃ মোস্তফা জামান সুমন বালী,মেহেদী হাসান,খলিলুর রহমান,সাংবাদিক ইউনিয়ন সভাপতি আঃ রহিম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুমসহ ইলেট্রনিক ও প্রিন্ট গনমাধ্যম কর্মীরা।
মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করার আহবান জানান এবং সাংবাদিকরা জাতির বিবেক আখ্যা দিয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।

