Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগের জবাবে সোমবার ভুক্তভোগী নেতা জরুরি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলা ভরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষ্ণকাঠী গ্রামে বিশ্বাস বাড়ি জামে মসজিদের সামনে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর বিশ্বাস।

বক্তব্যে তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এতে আমার পরিবার, সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি দীর্ঘদিন আমার বাড়ির মসজিদের সভাপতির দায়িত্বে ছিলাম। মসজিদ ফান্ডের তিন লক্ষ টাকা ২০২৪ সালে মসজিদ সংস্কারের সময় বর্তমান সভাপতি মো: মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করেছি। যে টাকা মসজিদ উন্নয়নে ব্যবহার হয়েছে। তার পরও আমার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ অভিযোগ সম্পূর্ণ অসত্য। আমি ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মসজিদের জন্য এক লক্ষ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছি। সব সময় চেষ্টা করেছি এলাকা ও মসজিদ উন্নয়নে।”

তিনি আরও জানান, “আমি দীর্ঘদিন সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে যারা এসব অপপ্রচার করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

মসজিদের বর্তমান সভাপতি মো: মনিরুল ইসলাম বলেন, “মসজিদ ফান্ডে কখনো পাঁচ লক্ষ টাকা ছিল না। যে তিন লক্ষ টাকা ছিল, তা মসজিদ উন্নয়নে ব্যয় করা হয়েছে। জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।