Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া-৩ সদর আসনে মুফতি আমির হামজার মনোনয়ন উত্তোলন

দৌলতপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আমির হামজা একটি রিকশায় করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন।

পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এসময় আমির হামজা বলেন, বেশ কিছুদিন ধরে নির্বাচনী মাঠে থেকে সব শ্রেণীর মানুষের বিপুল সাড়া পেয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এ ব্যাপারে আমরা সতর্ক আছি। তিনি বলেন, ২০২৪ সালের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর থানা থেকে যেসব অস্ত্র গোলাবারুদ লুট করা হয় তা এখনো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি।

পাশাপাশি ভারত সীমান্ত দিয়েও অবৈধ অস্ত্র ঢুকছে বলে অভিযোগ করেন তিনি। এসব অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে জানান জামাতের প্রার্থী মুফতি আমির হামজা।

অপরদিকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে উপাধ্যক্ষ বেলাল উদ্দিন ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামার) আসনে আব্দুল গফুরসহ জেলার ৪টি আসনে জামায়াত প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।