Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি

ভোলায় একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভোলা শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মহসিন তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে আমির হোসেন ভোলা শহরের কে জাহান মার্কেটে অবস্থিত কে জাহান হোটেলের তৃতীয় তলার ২০২ নম্বর কক্ষটি ভাড়া নেন। পরদিন সন্ধ্যার পর থেকে তার কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। রাত সাড়ে ১১টার দিকে কক্ষের দরজা বন্ধ ও ভেতরে অন্ধকার দেখে বারবার নক করা হলেও কোনো সাড়া না মেলায় বিষয়টি ভোলা সদর মডেল থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় আমির হোসেনের নিথর মরদেহ ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, “হোটেল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।