গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গৌরনদী উপজেলা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আয়োজনে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দলিত সম্প্রদায়ের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী উপজেলা শাখার সভাপতি বিনয় চন্দ্র ঋষির সভাপতিত্বে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য দেন গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মনোজ কুমার গোমস্তা, গৌরনদী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুদাম পাল, সহকারী শিক্ষক সুব্রত পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমূল রতন কর, শিক্ষিকা সিমা রানী শোম, অবসরপ্রাপ্ত শিক্ষক হরিদাস গোস্বামী, ব্যবসায়ী বিপুল চন্দ্র হালদার, বিপ্লব চক্রবর্তী, বিকাশ গোস্বামী ও লিটন চন্দ্র মিস্ত্রি প্রমুখ।
বক্তারা বলেন, পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা একটি জঘন্য ও মানবতাবিরোধী অপরাধ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তারা অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালে হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং উপস্থিত সবাই দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

