Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ভোটের গাড়ির প্রচারনা প্রত্যক্ষ করলেন ইউএনও এবং ওসি

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ভোটের গাড়ির প্রচারনা প্রত্যক্ষ করলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারন মানুষ।

সকাল ১০ ঘটিকায় দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে ভোটের গাড়ীর মাধ্যমে ত্র‍য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত ভিডিও প্রদর্শন ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রচারনায় সকল নাগরিকদের তাদের ভোট প্রদানের গুরুত্ব ও অধিকার সম্পর্কে সচেতন করা হয়।

এছাড়া গনভোট সম্পর্কে অবহিত করার জন্য ভিডিও প্রদর্শনীর মাধ্যমে নাগরিকদেরকে সচেতন করা হয়। এসময় উক্ত প্রচারনা কার্য্যক্রমে সরেজমিনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামসহ সাধারন মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ইউএনও মিলন সাহা এসময় সকল নাগরিকদেরকে ভোট প্রদানের সঠিক পদ্ধতি জেনে গনভোট ও জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।