সাকিব হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) নির্বাচনী এলাকায় নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধের সংক্ষিপ্ত বিচারের লক্ষ্যে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধানের আর্টিকেল ৭৩, ৭৫, ৭৭ এবং আর্টিকেল ৯১বি(৩)-এর আওতাভুক্ত অপরাধসমূহ তদন্ত ও সংক্ষিপ্ত বিচারের উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়।
এ লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৩টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ আদালতের বিচারক হিসেবে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদ-কে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি উক্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও সংশ্লিষ্ট অপরাধের সংক্ষিপ্ত বিচারের লক্ষ্যে এই কমিটি গেজেট প্রকাশকালীন পর্যন্ত পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) আসনে দায়িত্ব পালন করবে।
নির্বাচনী অনিয়ম প্রতিরোধে পটুয়াখালী-৩ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন করা হবে। পাশাপাশি সাধারণ জনগণের অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর ০১৩৩৯৩১৪১৬৯ চালু রাখা হয়েছে।
এ আদালতে যে কেউ সরাসরি লিখিত অভিযোগ দাখিল অথবা উক্ত হটলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

