Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে গভীর রাতে হাফিজি মাদ্রাসায় ইউএনও’র কম্বল বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাফিজি মাদ্রাসা ও এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দিকে উপজেলার পাঙ্গাসিয়া ও লেবুখালী ইউনিয়নের পাঙ্গাসিয়া (রাজগঞ্জ) দীনিয়া মাদ্রাসা,সুফিয়া খাতুন মহিলা হাফিজী মাদ্রাসা, আঠারোগাছিয়া ক্বেরাতুল উলুম কওমী, হাফেজী ও নুরানি মাদ্রাসা এবং আঠারোগাছিয়া ছকিনাতুর মহিলা হাফেজী মাদ্রাসার কমপ্লেক্স। উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন।

তীব্র শীতে কোমলমতি শিক্ষার্থী ও এতিমদের কষ্টের কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছেন ইউএনও। তিনি নিজেই বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের মাঝে কম্বল বিতরণ করছেন। রাতের আঁধারে ইউএনওকে দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও মোছা.‌ফরিদা সুলতানা বলেন তীব্র শীতে সমাজের পিছিয়ে পড়া এবং এতিম শিশুদের একটু উষ্ণতা দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।