বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক রত্তন আলী শরীফ-এর রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের তাঁর নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় কয়েক হাজার মানুষ। অনুষ্ঠান চলাকালে বক্তারা বীর প্রতীক রত্তন আলী শরীফের মহান মুক্তিযুদ্ধে অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তার দেশপ্রেম, সাহসিকতা ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠান শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাসিন্দা রত্তন আলী শরীফ গত রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিক ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করেছে, যা দেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক সম্মাননা।

