Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অঢেল সম্পদ নেই, সীমিত আয়োজনে টঙ্গীবাড়ীতে বেগম জিয়ার কুলখানি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি

নেই দলীয় পদ, নেই অঢেল সম্পদ কিংবা রাজনৈতিক প্রভাব, তবুও বিএনপির প্রতি অগাধ ভালোবাসা আর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তাঁর মৃত্যুতে প্রায় ৪০০ মানুষের জন্য গরুর মাংসের খিচুরি কুলখানি ও দোয়ার আয়োজন করেছেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেহেরপাড়া গ্রামের বাসিন্দা শহীদ খান।

শুক্রবার (২ ই জানুয়ারি) বাদ জুম্মা নামাজের পর মসজিদে দোয়া ও এলাকায় এ আয়োজন করেন।

দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী হলেও তিনি কখনো দলীয় কোনো পদে ছিলেন না। সীমিত আয়ের মানুষ হয়েও নিজের সাধ্যের মধ্যে এমন আয়োজন করে এলাকায় নেত্রীর প্রতি ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে শহীদ খান রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ববোধ থেকে এই কুলখানির আয়োজন করেন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বেহেরপাড়া গ্রামে এই আয়োজন করা হয়।

জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে মুসল্লি ও এলাকাবাসীরা অংশ নেন। দোয়া শেষে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুরি পরিবেশন করা হয় প্রায় ৪০০ মানুষের মাঝে। খিচুরির সঙ্গে ডিম ও অন্যান্য খাবারও পরিবেশন করা হয়।

এলাকাবাসীরা জানান, একজন সাধারণ মানুষ হয়েও রাজনৈতিক নেত্রীর প্রতি এমন ভালোবাসা ও শ্রদ্ধা সত্যিই বিরল। শহীদ খানের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়দের মতে, এটি শুধু একটি কুলখানি আয়োজন নয়; বরং একজন সাধারণ মানুষের পক্ষ থেকে দেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নেত্রীর প্রতি গভীর সম্মান, ভালোবাসা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

শহীদ খান বলেন, “আমি কোনো বড় নেতা নই, আমার কোনো পদ-পদবি বা সম্পদ নেই। কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক ছিলেন। জুমার দিনের দোয়ার মাধ্যমে তাঁর জন্য মাগফিরাত কামনা করাই আমার কাছে সবচেয়ে বড় সম্মান মনে হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।