Nabadhara
ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কাব-স্কাউট লিডার বেসিক কোর্স শুরু

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী,নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের সকল প্রাথমিক বিদ্যালয়ে কাব দল গঠন নিশ্চিত করার লক্ষে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ২৬-৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী কাব স্কাউট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। অভিজ্ঞ ও দক্ষ ১০ জন সম্মানিত প্রশিক্ষক কোর্স পরিচালনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের একটি কাব স্কাউট ইউনিট গঠন ও পরিচালনা করতে সক্ষম হবেন।

উক্ত কোর্সে গোপালগঞ্জ জেলা রোভারের ৬ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। এ কোর্স তাদের রোভারিং এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়ক হবে। বাংলাদেশ স্কাউটস এর সহকারি ট্রেনার মিস্টার শাহিন আক্তার জাহান কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্কাউট গোপালগঞ্জ জেলার জেলা কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার গোপালগঞ্জ সদর রাশেদুর রহমান, গোপালগঞ্জ জেলার মাধ্যমিক অফিসার আনন্দ কুমার সাহা ও জেলা স্কাউট সম্পাদক মাহে আলম ও সদর উপজেলার সম্পাদক হরিশংকর বিশ্বাস সার্বক্ষণিকভাবে সহায়তা করে আসছেন।

এ ধরনের প্রশিক্ষণ কোর্স গোপালগঞ্জে আরও বেশি আয়োজন করবে এটি জেলা স্কাউটসের প্রত্যাশা। তাহলে পর্যায়ক্রমে স্কাউট দল গঠন করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।